
ঢাকা: ৭ নভেম্বরের অবদানকে অস্বীকার করার নয় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজ উদ্দিন। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, ৭ নভেম্বরের আগের বাংলাদেশ আর পরের বাংলাদেশ বিবেচনা করলেই অবদান অনুধাবন করা সহজ হবে। ৭ নভেম্বরের পরেই দেশে রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিবেশ সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, সাত নভেম্বরের আগে বাংলাদেশ ছিল অগণতান্ত্রিক। সেই সময় সব দলই ছিল নিষিদ্ধ। এমনকি আওয়ামী লীগও নিষিদ্ধ হয়েছিল, শুধু ছিল বাকশাল। সাত নভেম্বরে আন্দোলন না হলে দেশে গণতান্ত্রিক রাজনীতি সৃষ্টি হতো কি না সন্দেহ প্রকাশ করেন এমাজ উদ্দিন।
বিএনপির এ নেতা বলেন, সাম্প্রতিক সময়ে যে ঘটনা ঘটছে এসবের পিছনে কে জড়িত তাদের বিচার হওয়া প্রয়োজন। বিচার বিভাগীয় কমিটি গঠন করে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।
বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার প্রসঙ্গে তিনি বলেন, দেশের একটি বড় রাজনৈতিক দলের কার্যালয়ের সামনে থেকে নেতাকর্মীদের গ্রেফতার করা খুবই নেক্কারজনক ঘটনা।
এসময় প্রধানমন্ত্রীকে প্রতিহিংসার রাজনীতি পরিহার করে সদয় হয়ে এক সাথে গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ সৃষ্টির আহ্বান জানান এমাজ উদ্দিন।
বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, শামসুজ্জামান দুদু, খায়রুল কবির খোকন প্রমুখ।
প্রতিবেদন: শেখ রিয়াল, সম্পাদনা: মাহতাব শফি