Sunday, September 25th, 2022
৮১ মিলিমিটার বৃষ্টিতে রাজধানীতে চরম দুর্ভোগ
May 31st, 2018 at 12:03 pm
৮১ মিলিমিটার বৃষ্টিতে রাজধানীতে চরম দুর্ভোগ

ঢাকা: টানা কয়েকদিনের অসহ্য গরমের পর বৃহস্পতিবার সকালে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়াসহ মুষলধারে বৃষ্টিপাত হয়েছে। সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় কেবল ঢাকাতেই ৮১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এদিকে, বৃষ্টিতে তীব্র তাপদাহের কষ্ট কমলেও জল-কাদায় একাকার হয়েছে রাজপথ। বৃহস্পতিবারের সকালের টানা বৃষ্টিতে কয়েকটি প্রধান সড়কসহ তলিয়ে গেছে অলিগলির রাস্তা। এতে চরম ভোগান্তিতে পড়েন রাজধানীবাসী। অফিসগামী ও স্কুল শিক্ষার্থীদের দুর্ভোগ ছিল সবচেয়ে বেশি। জলজটে রাস্তায় সৃষ্টি হয় দুঃসহ যানজটও।

আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, আজ সারা দিন ঢাকায় বৃষ্টি হতে পারে। তবে দুপুরের দিকে বৃষ্টি আরও বাড়তে পারে।

এদিকে রোজার দিনে সকালের বৃষ্টিতে নগরবাসীর গরম থেকে মুক্তি মিললেও বৃষ্টি শেষে যথারীতি পড়তে হয়েছে ভোগান্তিতে। রাস্তাঘাটে জলাবদ্ধতার কারণে কর্মজীবী মানুষকে গন্তব্যে পৌঁছাতে বেগ পেতে হয়।

সকালের কয়েক ঘণ্টার বৃষ্টিতে রাজধানীর মগবাজার, মালিবাগ, রামপুরা, শান্তিনগর, মিরপুর,  নয়াপল্টন, মতিঝিল গ্রিন রোড, পান্থপথ, পূর্ব রাজাবাজার, কারওয়ান বাজার ও ফার্মগেট এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।

সরেজমিনে দেখা যায়, হাঁটুপানি ডিঙিয়ে অনেককে যেতে হয়েছে কর্মস্থলে। ব্যক্তিগত গাড়ি বের করারও সুযোগ ছিল না। স্কুল-কলেজের শিক্ষার্থীদের দুর্ভোগ ছিল আরও বেশি। জলাবদ্ধতার কারণে ব্যাপক যানজটের ফলে উভয় সংকটে পড়েন নগরবাসী।

মিরপুরের বাসিন্দা সামসুন্নাহার নিউজনেক্সটবিডিকে বলেন, ‘সকালে কর্মস্থলে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে দেখি গলির রাস্তায় কোমরপানি। এই পানি ডিঙিয়ে প্রধান সড়কে গিয়ে দেখা যায় সেখানে জলবদ্ধতা। পুরো রাস্তায় যানজট। অথচ সংশ্লিষ্ট সংস্থা ড্রেনগুলো সচল রাখলে এ সমস্যা হতো না।’

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

প্রতিবেদক: এম কে রায়হান, সম্পাদনা: এম কে আর


সর্বশেষ

আরও খবর

বাংলাদেশের কষ্টার্জিত জয়


বোদায় নৌকাডুবি নারী-শিশুসহ ২৪ জনের মরদেহ উদ্ধার


কলকাতায় এশিয়ান যুব নেতৃত্ব সম্মাননায় ভূষিত আলতামিশ নাবিল

কলকাতায় এশিয়ান যুব নেতৃত্ব সম্মাননায় ভূষিত আলতামিশ নাবিল


জেসিআই ঢাকা ওয়েস্টের তৃতীয় জিএমএম অনুষ্ঠিত

জেসিআই ঢাকা ওয়েস্টের তৃতীয় জিএমএম অনুষ্ঠিত


সংসদে ৬,৭৮,০৬৪ কোটি টাকার বাজেট প্রস্তাব

সংসদে ৬,৭৮,০৬৪ কোটি টাকার বাজেট প্রস্তাব


আ’লীগ নেতা বিএম ডিপোর একক মালিক নন

আ’লীগ নেতা বিএম ডিপোর একক মালিক নন


চীনের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ

চীনের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ


ভোজ্যতেল ও খাদ্য নিয়ে যা ভাবছে সরকার

ভোজ্যতেল ও খাদ্য নিয়ে যা ভাবছে সরকার


তৎপর মন্ত্রীগণ, সীতাকুণ্ডে থামেনি দহন

তৎপর মন্ত্রীগণ, সীতাকুণ্ডে থামেনি দহন


অত আগুন, এত মৃত্যু, দায় কার?

অত আগুন, এত মৃত্যু, দায় কার?