
ঢাকা: যাত্রাশিল্প পরিবেশনায় অভিনয় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। আর তাই যাত্রা শিল্পীদের অভিনয়ে আরো দক্ষ করে গড়ে তুলতে পাশাপাশি নাচ, পোশাক, মেকআপ, আলো, শব্দ, যাত্রাপালা রচনা, পরিচালনাসহ আনুসাঙ্গিক সকল বিষয়ে পারদর্শী করে তুলতে আয়োজন করা হয়েছে যাত্রা শিল্পীদের প্রশিক্ষণ কার্যক্রম।
১৮ নভেম্বর থেকে ২৫ নভেম্বর আট দিনের কর্মশালায় তাদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। কর্মশালার মধ্য দিয়ে ৩০ মিনিটের পাঁচটি ওয়ার্কশপ প্রোডাকশন নির্মাণ করা হবে, যা কর্মশালার সমাপনী দিনে মঞ্চায়ন করা হবে।
উল্লেখ্য দেশব্যাপী যাত্রাশিল্প চর্চার সার্বিক মান উন্নয়নের লক্ষ্যে যাত্রাশিল্প উন্নয়ন নীতিমালা ২০১২ এর আলোকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি এ পর্যন্ত দেশের মোট ৮৮টি যাত্রাদলকে নিবন্ধিত করাসহ বেশ কিছু কর্মসূচি গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় এবারে যাত্রাশিল্পীদের জন্য দুটি কর্মশালা আয়োজন করা হয়েছে। একটি যাত্রাদলের নৃত্য শিল্পীদের জন্য নৃত্য প্রশিক্ষণ কার্যক্রম এবং অন্যটি যাত্রাদলের অভিনয়, সঙ্গীতসহ সার্বিক বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রম।
প্রতিবেদন: আসিফ আলম, সম্পাদনা: জাহিদ