
ঢাকা: দীর্ঘ নয় ঘন্টা পর বসুন্ধরা সিটি শপিং মলের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে পেরেছেন ফায়ার সার্ভিস কর্মীরা। রাত ৮টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহাম্মেদ খান রোববার রাত ৯টায় এ তথ্য জানান।
এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে শপিং মলের ৬ তলার সি ব্লকের ৭০টি দোকান পুড়ে গেছে বলেও জানান তিনি।
এদিকে ফায়ার সার্ভিসের ডেপুটি ডিরেক্টর অজিত কুমার ভৌমিক বলেন, ‘আগুন লাগার ঘটনার তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো যাবে।’
এর আগে সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেন ফায়ার সার্ভিসের অপারেশন পরিচালক মেজর শাকিল নেওয়াজ। সাংবাদিকদের তিনি বলেন, ‘এসব দোকানে সিনথেটিক দ্রব্য, লেদার, সলিউশন জাতীয় আঠা থাকায় আগুনে ধোয়ার পরিমাণ বেশি। তাই আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে।’
২৯টি ইউনিটের ১৫০ জন কর্মীর সব চেয়ে বড় সফলতা হলো আল্লাহর রহমতে এখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ভেতরে যে ১১ জন আটকে ছিলো তাদের আমরা নিরাপদে বের করতে পেরেছি বলেও জানান তিনি।
এদিকে বসুন্ধরা সিটি দোকান মালিক সমিতির সভাপতি এম এ হান্নান আজাদ বলেন, ‘এখনো ক্ষতি সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি। তবে সবার প্রচেষ্টায় আগুন বেশি ছড়াতে পারেনি। একটি ব্লকের মধ্যেই আগুন সীমাবদ্ধ ছিলো। অন্যান্য দোকান মালিকদের নিশ্চিন্ত থাকার অনুরোধ করছি। আল্লাহর রহমতে তেমন ক্ষয়ক্ষতি হবে না।’
প্রতিবেদক: দেলোয়ার মহিন, এম.রেজাউল করিম, সম্পাদনা: সজিব ঘোষ, জাহিদুল ইসলাম