
ঢাকা: মেয়াদোত্তীর্ণ ৯ পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে রোববার। শুক্রবার রাত ১২টায় এসব পৌরসভায় প্রচার-প্রচারণা শেষ হয়েছে। নির্বাচনের জন্য সমস্ত প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
তফসিল অনুযায়ী, রংপুরের পীরগঞ্জ, দিনাজপুরের ঘোড়াঘাট, নীলফামারীর ডোমার, টাঙ্গাইলের ঘাটাইল, নড়াইলের লোহাগড়া, পটুয়াখালীর গলাচিপা, বগুড়ার সোনাতলা ও পাবনার বেড়া পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এ ছাড়া শরীয়তপুরের নড়িয়া পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনসহ মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সদস্য পদেও এ দিন উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইসির উপ-সচিব ফরহাদ আহাম্মদ খান জানান, প্রত্যেক এলাকায় নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শুক্রবার সকাল থেকে চার দিনের জন্য মাঠে রয়েছে র্যাব, পুলিশ ও আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারা মাঠে থাকবেন ভোটের পরদিন সোমবার পর্যন্ত।
উল্লেখ্য, দেশে প্রথমবারের মতো দলীয়ভাবে স্থানীয় সরকারের পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় গত ৩০ ডিসেম্বর।
নিউজনেক্সটবিডি ডটকম/এমআই/জাই