
ডেস্ক: প্রায় এক দশকের মধ্যে লেবাননে প্রথমবারের মত সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রোববার সাধারণ এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
এবারের নির্বাচনে সংসদের ১২৮ টি আসনের জন্য ৫৮৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।এদের মধ্যে রেকর্ড সংখ্যক ৮৬ জন নারী প্রার্থীও রয়েছেন।
এবার নতুন নিয়মে ভোট অনুষ্ঠিত হচ্ছে। তবে এবারের ভোটেও বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ক্ষমতা ভাগাভাগির বিধান বলবৎ রয়েছে।
নতুন নির্বাচনী আইন অনুযায়ী, সমানুপাতিক প্রতিনিধিত্বের বিধান রাখা হয়েছে। ভোটাররা দুটি ভোট দিতে পারবেন।তারা প্রার্থীদের একটি তালিকায় ভোট দেবেন। অপরটি পছন্দের একক কোন প্রার্থীকে ভোট দেবেন। যদিও নতুন এই ভোটের পদ্ধতি ভোটারদের বিভ্রান্ত করে দিয়েছে। কিন্তু তারপরেও ৯ বছরের মধ্যে প্রথম অনুষ্ঠিত ভোট দেয়ার ব্যাপারে তাদের বেশ আগ্রহ দেখা গেছে।
এর আগে ২০১৩ সালে লেবাননে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নিরাপত্তার কারণে তা বাতিল করা হয়েছিল। এরপর ২০১৪ এবং ২০১৭ সালে রাজনীতিবিদদের মতভেদের কারণে নির্বাচন অনুষ্ঠিত হয়নি। অবশেষে ২০১৮ সালের মে মাসে এসে এটি অনুষ্ঠিত হল। সূত্র: আল জাজিরা
গ্রন্থনা: ফারহানা করিম