আফগান ও ভারতীয় অনুপ্রবেশ: মে মাসে আটক ১০

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে গত মে মাসে এক আফগান, নয় ভারতীয় ও ১৬৩ বাংলাদেশী নাগরিককে আটক করে আইনানুগ ব্যবস্থা নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
একই সময়ে সীমান্তে মাদকসহ বিভিন্ন চোরাকারবারে জড়িত থাকার অভিযোগে ২২৭ জনকে আটক করেছে তারা।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো: শরিফুল ইসলাম বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
মে মাসে মোট ১৩১ কোটি ৪১ লাখ ৭৯ হাজার টাকার চোরাই মাল ও মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি। এছাড়াও বিভিন্ন প্রকারের মোট ৩১টি অস্ত্র, দুটি ম্যাগাজিন, ৮৪ রাউন্ড গুলি এবং ১১৬ কেজি বিস্ফোরক জাতীয় সালফার আটক করার কথা জানিয়েছে বিজিবি।