
ডেস্ক: হলিউড ‘কাপল’ ক্রিস্টেন স্টুয়ার্ট আর রবার্ট প্যাটিনসনের প্রেমের আলোচনা যেন শেষ হওয়ার নয়। কখনো তারা সম্পর্ক ভাঙার খাতিরে আলোচিত হন, কখনো বা কোন গোপন অভিসারের ঘটনা ফাঁস হওয়ার বদৌলতে আসেন মিডিয়ার মুখরোচক খবরে। সর্বশেষ জানা গেল, বিরহ থেকে মুক্তি চান এই দুই তারকাই।
‘রবার্টে সঙ্গে সম্পর্কের যে গভীরতা তিনি পেয়েছেন, তা আর কোথাও পাননি। ফলে মে মাসে একটি অনুষ্ঠানে রবার্টকে দেখার পর বর্তমান প্রেমিক সোকোর সঙ্গে সম্পর্ক ভেঙে দেন ক্রিস্টেন’
আর বিরহ থেকে মুক্তি পেতেই সাবেক প্রেমিক রবার্ট প্যাটিনসনের সঙ্গে আবারও প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছেন ক্রিস্টেন স্টুয়ার্ট। হলিউড লাইফের খবরে বলা হয়েছে, সম্পর্ক বিচ্ছেদের পর সম্প্রতি এ জুটিকে আবারও একসঙ্গে দেখা গিয়েছে। লস অ্যাঞ্জেলসের একটি কফি শপে তাদেরকে বেশ প্রাণবন্তভাবে পাওয়া গেছে।
হলিউড ভিত্তিক জনপ্রিয় এই প্রত্রিকাটি আরো জানায়, গত মাসে বন্ধু সোকোর সঙ্গে বিচ্ছেদ ঘটে ‘টোয়াইলাইট’ তারকা ক্রিস্টেনের। এরপর থেকেই ‘টোয়াইলাইট’-এর সহ-অভিনেতা প্যাটিনসের সঙ্গে তার সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করে। দুজনে একসঙ্গে সময় কাটানো শুরু করেন।
নিউজনেক্সটবিডি ডটকম/টিএস