
ডেস্ক: মৃত্যুর আগেই জল্পনা কল্পনা ছিল কিংবদন্তী বক্সার মোহাম্মদ আলির মস্তিষ্ক দান করা হবে গবেষণার জন্য। কিন্তু তার মৃত্যুর পর যখন সেই প্রশ্ন এল তখন মোহাম্মদ আলির ডাক্তার সাফ জানিয়ে দিলেন তেমন কোনও পরিকল্পনা আলি কিংবা তার পরিবারের নেই।
‘আলি কখনওই মনে করতেন না যে, পার্কিনসন্সের জন্য তার বক্সিং পুরোপুরি দায়ী’
আলির ডাক্তার আবে লিবারম্যানকে যখন ওই বিষয়ে জানতে চাওয়া হয় তখন তিনি বলেন, ‘একদমই তেমন কথা ছিল না।’ লিবারম্যান আরও বলেন, আলি কখনওই মনে করতেন না যে, পার্কিনসন্সের জন্য তার বক্সিং পুরোপুরি দায়ী। লিবারম্যান সেই ডাক্তার যিনি ১৯৮৪ তে আলির রোগ ধরেছিলেন। ডাক্তার জানিয়েছেন, আলির এই রোগ অনেক আগে থেকেই ছিল।
১৯৮০ তে ল্যারি হোমসের সঙ্গে বাউটের সময় মাথায় আঘাত পেয়েছিলেন মোহাম্মদ আলি। ভাবা হত তার পর থেকেই আলির পার্কিনসন্স দেখা দেয়। আলি নিজেও তেমনটাই মনে করতেন। যদিও ডাক্তারের দাবি ছিল ভিন্ন।
নিউজনেক্সটবিডি ডটকম/টিএস