
ডেস্ক: দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের সম্পর্কটা কতদূর গড়িয়েছে তা এখন আর তাদের ভক্তকুলের ধারণাতেও নেই! বলিউডের এই হার্টথ্রব জুটিকে নিয়ে আগেও অনেক গুজব ছড়িয়েছে। তবে তাদেরকে নিয়ে যে গল্প ঘুরে বেড়াচ্ছে বলিউডের বাতাসে, তাকে আর কোনভাবেই গুজব বলে থামিয়ে রাখা যাবে না!
‘রণবীরের গাড়িচালক ওই ভিড়ের মধ্যেই দীপিকাকে ‘ভাবি’ বলে সম্বোধন করেন’
কিছুদিন আগে হলিউডের সিনেমা ট্রিপল এক্স: রিটার্ন অব জ্যান্ডার কেজ ছবির শুটিং শেষে কানাডা থেকে ফিরেছেন দীপিকা। তার প্রত্যাবর্তনকে ঘিরে তাই বিমানবন্দরে ছিল সেদিন সংবাদকর্মী ও আলোকচিত্রীদের ভিড়। এই ভিড় ঠেলেই দীপিকাকে বিমানবন্দর থেকে বাড়ি আনতে গিয়েছিল রণবীর সিংয়ের গাড়ি। রণবীরের গাড়িচালক ওই ভিড়ের মধ্যেই দীপিকাকে ‘ভাবি’ বলে সম্বোধন করেন। সে সময় কিছু সংবাদকর্মী ও আলোকচিত্রী সেই ডাক শুনে ফেলেন। ব্যস! গোপন প্রেমের সম্পর্কটি যেন নতুন একটি নাম পেয়ে যায়।
সেই ‘ভাবি’ গুঞ্জনের রেশ কাটতে না কাটতেই। এখন আবার বলিউডে নতুন খবর। তা হলো এবার অবকাশযাপনে যাচ্ছে এই প্রেমিক যুগল। শিগগিরই নাকি রণবীর-দীপিকা উড়াল দেবেন অজানা কোনো গন্তব্যে। যেখানে কোনো পাপারাজ্জিও ছুঁতে পারবে না তাদের। তবে ছুটিতে যাওয়ার আগেই তো ফাঁস হয়ে গেল গোপন প্রেমের খবর। তাহলে ছুটিটা আদৌ কি ততটা শান্তিতে কাটবে, যতটা প্রত্যাশা করেছিলেন বলিউডের নতুন এই তারকা জুটি!
নিউজনেক্সটবিডি ডটকম/টিএস