
নাহিদ নেওয়াজ হৃদয়:
নিজস্ব নামের পাশাপাশি ক্রিকেটারদের প্রায়ই বিভিন্ন নিকনেম বা ডাকনামে ডাকা হয়। অনেক ক্রিকেটার আছেন যারা মূল নামের চেয়ে ডাকনামেই বেশি পরিচিত। ক্রিকেট ইতিহাস ঘাটলে এমন অসংখ্য নজির পাওয়া যায়। জন্তু-জানোয়ার কিংবা পশুপাখির নামে ডাকনাম দেয়ার উদাহরণ যেমন আছে, তেমনি পারিবারিকভাবে দেয়া বা বন্ধুমহলে জনপ্রিয় হওয়া ডাকনামও আছে। একাধিক ক্রিকেটারকে একই ডাকনামে ডাকার নজিরও কম নেই। নামের মধ্যে মিল যেমন আছে, তেমনি আছে বৈপরীত্যও। সব নামের পেছনেই যে যুক্তি বা কার্যকারণ আছে, তা কিন্তু নয়। আমরা তো অনেক কিছুই অহেতুক করি বা হয়ে যায়। ডাকনামের ক্ষেত্রেও তাই হয়েছে। ক্রিকেটারদের তেমনি কিছু বিখ্যাত অখ্যাত ডাক নাম নিয়েই নিউজনেক্সটবিডি ডটকম এর এই আয়োজন। প্রথম পর্বে থাকলো বাংলাদেশের ক্রিকেটারদের ডাক নাম।
বাংলাদেশ
★ খালেদ মাহমুদ – সুজন, চাচা, গতিদানব
★ গাজী আশরাফ হোসেন – লিপু
★ গোলাম নওশের – প্রিন্স
★ জাহিদ রাজ্জাক – মাসুম
★ ওমর খালেদ – রুমি
★ জাহাঙ্গীর শাহ – বাদশা
★ নুরুল আবেদীন – নোবেল
★ মিনহাজুল আবেদীন – নান্নু
★ খালেদ মাসুদ – পাইলট, ফাইটার
★ নাঈমুর রহমান – দুর্জয়
★ এনামুল হক – মনি
★ আমিনুল ইসলাম – বুলবুল
★ হাসিবুল হোসেন – শান্ত
★ ফাহিম মুনতাসীর – সুমিত
★ শাহরিয়ার হোসেন – বিদ্যুৎ
★ মেহরাব হোসেন – অপি
★ নিয়ামুর রশীদ – রাহুল
★ এহসানুল হক – সিজান
★ আল শাহরিয়ার – রোকন
★ শরীফুল হক – প্লাবন
★ মাহবুবুর রহমান – সেলিম
★ মাশরাফি বিন মুর্তজা – কৌশিক, ম্যাশ, নড়াইল এক্সপ্রেস, ফাইটার
★ মুস্তাফিজুর রহমান – দ্য ফিজ, কাটার মাস্টার, সাতক্ষীরা এক্সপ্রেস
★ মাহমুদুল্লাহ – রিয়াদ, আনসাং হিরো
★ মোহাম্মদ আশরাফুল – অ্যাশ
★ আব্দুর রাজ্জাক – রাজ, লালা
★ মুশফিকুর রহিম – মুশি, পকেট ডায়নামো, মি. ডিপেন্ডেবল
★ সাকিব আল হাসান – ময়না, ফয়সাল
★ মমিনুল হক – সৌরভ, মিমি
★ সাব্বির রহমান – রুম্মন
★ ইমরুল কায়েস – সাগর
★ শাহরিয়ার নাফীস – আবীর
★ আনামুল হক – বিজয়
★ নুরুল হাসান – সোহান
★ মোসাদ্দেক হোসেন – সৈকত
★ মেহেদী হাসান – মিরাজ
★ জাভেদ ওমর – বেলিম, গুল্লু
★ হাবিবুল বাশার – সুমন, মি. ফিফটি
★ শাহাদত হোসেন – রাজীব
★ মোশাররফ হোসেন – রুবেল
★ রবিউল ইসলাম – শিপলু
★ শফিউল ইসলাম – সুহাস
★ জুবায়ের হোসেন – লিখন
★ জহুরুল ইসলাম – অমি
★ ফয়সাল হোসেন – ডিকেন্স
★ মাজহারুল হক – মৃদুল
★ শামসুর রহমান – শুভ
★ আনোয়ার হোসেন – মনির
★ মাহবুবুল আলম – রবিন
★ কামরুল ইসলাম – রাব্বি
★ আবুল হাসান – রাজু
★ আবু হায়দার – রনি
★ আবু জায়েদ – রাহী
★ নাজমুল হোসেন – শান্ত
প্রকাশ: তুহিন