Friday, July 1st, 2016
অাঁখি সিদ্দিকার একগুচ্ছ কবিতা
July 1st, 2016 at 11:23 am
অাঁখি সিদ্দিকার একগুচ্ছ কবিতা

রোজনামতা

টুথপেষ্টের লজ্জা ভেঙ্গে গড়িয়ে

পড়ছে নগ্ন ফেনা

উড়াল স্বপ্ন তরলে

হাউ হাউ টিনের চালে

মগ্ন দুপুর।

সূর্যসভ্যতার টাটকা নীলে

ছড়ানো চাঁদ-প্রাতঃরাশ

লো ব্যাটারির সময়ছালে

প্রচলিত রোজনামতা।

 

জীয়নছক

হুহু আকাশে ন্যাড়া চাঁদহাওয়া

ভোর রাতে চাদর টেনে

পাশ বালিশে জড়িয়ে ঘুমায়

শৈশব;

অবচেতনছাদ জুড়ে লেপটে থাকে

কৈশোর পোষ্টার,

বোকা টিকটিকির ল্যাজ খসে পড়ে

তারুণ্যের দরজার হাতলে

নিঃশ্বাস জুড়ে ছুটে বেড়ায়

জীয়নছক।

 

চাঁদশিশু

কদমতলা রেলওয়ের মোড় ধরে

একটু এগোলে সাদা কাঁচ ভাঙ্গা

বাড়ীর জানালায় ফাঁকে অন্ধকার

জেগে আছে;

উৎসবের প্রহর শেষেও বাজেনি শব্দকল

ডুমুর গাছের লালগর্বে কবিতাঝড়

দুধ কফি নাড়ায় নিঃশব্দ আঙ্গুল

কড়া নাড়ার আওয়াজে বিরক্ত উলটোমুখের

দোকানদার

রুপকের ব্যর্থতা কাটিয়ে উচ্চকাঙ্খার

উপখ্যান নিয়ে তুমি যখন দরজায় দাঁড়ালে

রাত তখন এগারোটা চুয়াল্লিশ,

চাঁদশিশু বাদামি সুতোয় ঝুলে আছে

তার রুপোলি শরীরে।

 

ঈদঘুম

নিজস্ব ইতিহাস
বিবর্তন পাহারা
একটি ল্যান্ডস্কেপ ও
ঈদঘুম
উৎসব ডেকে অপেক্ষাসম্মেলন
শব্দকলের থকথকে নীরবতা
রাজহাঁসচাঁদ কড়া নাড়ে
ছায়াগ্রাফ রোদে।

 

আঁখি সিদ্দিকা : জন্ম ১৭ অক্টোবর, মানিকগঞ্জ। বাংলায় স্নাতকোত্তর। পেশা: চাকরি; কর্মকর্তা, আইসিবি। প্রকাশিত বই : ছায়াচর, বালক, নক্ষত্রের জলে কয়েকটি তারা, বিষণ্ন সরাইখানা এবং চড়ুইয়ের সাদা ডিম ভাঙ্গা দুপুরে।

নিউজনেক্সটবিডি ডটকম/এসপিকে


সর্বশেষ

আরও খবর

দ্য ডেইলি হিলারিয়াস বাস্টার্ডস

দ্য ডেইলি হিলারিয়াস বাস্টার্ডস


করোনা নিয়ে ওবায়দুল কাদেরের কবিতা

করোনা নিয়ে ওবায়দুল কাদেরের কবিতা


পাথর সময় ও অচেনা বৈশাখ

পাথর সময় ও অচেনা বৈশাখ


৭২-এর ঝর্ণাধারা

৭২-এর ঝর্ণাধারা


বইমেলায় আলতামিশ নাবিলের ‘লেট দেয়ার বি লাইট’

বইমেলায় আলতামিশ নাবিলের ‘লেট দেয়ার বি লাইট’


নাচ ধারাপাত নাচ!

নাচ ধারাপাত নাচ!


ক্রোকোডাইল ফার্ম

ক্রোকোডাইল ফার্ম


সামার অফ সানশাইন

সামার অফ সানশাইন


মুক্তিযুদ্ধে যোগদান

মুক্তিযুদ্ধে যোগদান


স্বাধীনতার ঘোষণা ও অস্থায়ী সরকার গঠন

স্বাধীনতার ঘোষণা ও অস্থায়ী সরকার গঠন