সংবাদ সংক্ষেপঃ বেলা ১২টা

ঢাকাঃ বগুড়া জেলার শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ধনকুন্ডিতে যাত্রীবাহী বাস ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৭ জনের মৃত্যু হয়। পরে আহত অবস্থায় আরো তিন জনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরো ২১ জন।
- ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ষষ্ঠ ও শেষ ধাপের ভোট শুরু হতে যাচ্ছে শনিবার। এদিন সকাল ৮টা থেকে একটানা ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। এরই মধ্যে ভোটের সব প্রস্তুতি গুছিয়ে নিয়েছে নির্বাচন কমিশন।
- চলতি বছরের মে মাসে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় ৫৯ জন ও বিভিন্ন সামাজিক সহিংসতায় ৪৩ জন নিহত হয়েছেন। আর নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছে ৪০ জন। এছাড়া নারী নির্যাতনের চিত্রও ভয়াবহ।
- গাইবান্ধার ফুলছড়ির এরেন্ডাবাড়ী ইউনিয়নে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী আজিজুর রহমানকে গুলি করেছে দুর্বৃত্তরা। ঘরে ঢুকে তার পায়ে গুলি করা হয়। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। শুক্রবার রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
- টানা বর্ষণের ফলে ভয়াবহ বন্যার আশঙ্কায় প্যারিস। তাই সেইন নদীর তীর ঘেষা ল্যুভর মিউজিয়াম দর্শনার্থীদের জন্য শুক্রবার বন্ধ আছে। বৃহস্পতিবার বিকেলে সেইন নদীর উচ্চতা পাঁচ মিটার ছাড়িয়ে গেলে মিউজিয়ামটি বন্ধ ঘোষণা করা হয়।
- ইউরোর কাউন্টডাউনের মধ্যেই মুখ খুললেন বিশ্বফুটবলের দুই তারকা থোমাস মুলার ও ওয়েন রুনি। থোমাস মুলার বলেছেন, ‘ইউরো জিততে গেলে প্রত্যাশার চাপ নিতেই হবে।’ অন্যদিকে ইংল্যান্ডের অধিনায়ক ওয়েন রুনি জানালেন, ‘ইউরো তার কাছে সবচেয়ে বড় পরীক্ষা। তাই মাঠে নামতে ছটফট করছেন তারা।
- কারিনা কাপুরের সঙ্গে আবারো জুটি বাঁধতে পারলে খুশিই হবেন শহিদ কাপুর। প্রাক্তন প্রেমিকার সঙ্গে সম্প্রতি ‘উড়তা পঞ্জাব’ ছবিতে কাজ করেছেন শাহিদ। তবে সিনেমাটিতে জুটি বাঁধেননি তারা।
- সংগ্রাম, বিপ্লব আর দ্রোহের কবি নাজিম হিকমত। জীবনের অধিকাংশ সাহিত্যকর্মই যার রচিত হয়েছে জেলখানার বন্দীদশায়। ক্ষুধা, অনশন, মৃত্যু, বিপ্লব আর মুক্তির আকাঙ্ক্ষা তার কবিতাজুড়ে রইলেও, অনেকের কাছেই তিনি রোমান্টিক কমিউনিস্ট; ভালোবাসতে কখনোই ভুলে যাননি তিনি। প্রয়াণ দিবসে বিশ্বখ্যাত এই তূর্কী কবি ও নাট্যকারের তিনটি প্রেমের কবিতার অনুবাদ রইলো আজকের আয়োজনে।
- জ্যৈষ্ঠ মানেই বাঙ্গালীর বাজার আর ঘর জুড়ে নানা সুস্বাদু ফলের সমারহ। তার মধ্যে একটি ফল হচ্ছে জাম। মিষ্টি স্বাদের এই ফলটি দেখতে যেমন সুন্দর তেমনই স্বাদ আর অসংখ্য গুণে অনন্য।
নিউজনেক্সটবিডি ডটকম/এসজি